October 13, 2024
শিরোনাম

করোনা আবহে নিজেদের ঠিক রাখতে ফিট ইণ্ডিয়া ফ্রিডম রান জওয়ানদের

পশ্চিম মেদিনীপুর: করোনা আবহে নিজেদের সতেজ রাখতে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা আয়োজন করলো সিআরপিএফ ফিট ইন্ডিয়া ফ্রিডম রান৷ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের কেওয়াকোল ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনীর ৬৬ নং ব্যাটলিয়নের উদ্যোগে ক্যাম্প চত্বরেই এই দৌড় প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ব্যাটলিয়নের সমস্ত জওয়ান এবং আধিকারিকরা মিলিয়ে ১৩০ জন অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ব্যাটলিয়নের সেকেন্ড কমান্ডার বিজয় শঙ্কর, ডেপুটি কমান্ডার গৌতম মিত্র, রাজীব রঞ্জন সিংহ প্রমুখ। ডেপুটি কমান্ডার গৌতম মিত্র জানান, করোনার মোকাবিলা করতে হলে নিজেদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে। সেই লক্ষ্যেই ব্যাটলিয়নের সমস্ত জওয়ান এবং আধিকারিকরা গত একমাস ধরে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এই দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছেন। আজ আমরা সেই দৌড় প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রতিটি জওয়ানকে ব্যাটলিয়নের পক্ষ থেকে একটি করে ফিট ইন্ডিয়ার গেঞ্জি তুলে দেওয়া হয়।

error: Content is protected !!