September 9, 2024
শিরোনাম

নিউটাউনে মেডিকেল সেন্টার খুলে প্রতারণা, থানায় অভিযোগ দায়ের

কলকাতা: মেডিকেল সেন্টার খুলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলে প্রতারণার অভিযোগ নিউটাউনের ইকো স্পেসের একটি বেসরকারি কোম্পানি ও তার মালিকের বিরুদ্ধে। অভিযোগ যে নিউটাউনের ইকো স্পেসে অফিস খুলে ফিজিওথেরাপিস্ট ও ডাক্তার নিয়োগ করে প্রায় ৩০ থেকে ৩৫ জনের কাছ থেকে ল্যাপটপ ও বিভিন্ন সুবিধা দেওয়ার নাম করে ৩০ থেকে ৭০ হাজার করে টাকা তুলে সেইসব না দেওয়া ও এছাড়া বেতন কেটে নেওয়া বা বেতন না দেওয়ার অভিযোগ ওই সংস্থার মালিকের বিরুদ্ধে। গতকাল রাতে প্রতারিত ব্যক্তিরা ওই অফিসের সামনে জড়ো হন ও অফিসে কথা বলতে গেলে তাদেরকে বের করে দেওয়া হয়। এরপর তারা নিউটাউনের টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন।

error: Content is protected !!