September 9, 2024
শিরোনাম

পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস, রাজ্যজুড়ে গাছ লাগাও কর্মসূচি বিজেপির

কলকাতা: পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস উপলক্ষে বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচি। আজ সারা রাজ্যজুড়ে গাছ লাগাও কর্মসূচি পালন করা হচ্ছে। সেই কর্মসূচি উপলক্ষে বিজেপি নেতা সায়ন্তন বসু প্রথমে সল্টলেকে এবি এসি পার্কে এরপর সল্টলেক সেক্টর ফাইভের মাহিসবাথানে গাছ লাগান।

সায়ন্তন বসু জানান, পশ্চিমবঙ্গ সরকার যেভাবে অরণ্য ক্ষেত্রেও দুর্নীতি করছে গাছ চুরি, কাঠ চুরি সবকিছুই করছে এর একটা প্রতিবাদ হওয়ার দরকার। তারজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কার্যকর্তারা আজ গাছ লাগাচ্ছে। সম্প্রতিকালে ঝড়েও অনেক গাছ নষ্ট হয়েছে সেই কারণে এই প্রোগ্রাম চলছে। সারা রাজ্যে পাঁচ ছয় লাখ কার্যকর্তা পঁচিশ থেকে তিরিশ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন।

error: Content is protected !!