December 14, 2024
শিরোনাম

২০দিন ধরে বন্ধ বিদ্যুৎ ও পানীয় জল, তৃণমূলের নেতৃত্বে বার্নপুরে পথ অবরোধ

আসানসোল: পানীয় জল ও বিদ্যুৎ এর দাবিতে তৃণমূলের নেতৃত্বে বার্নপুরে পথ অবরোধ ওয়াগেন কলোনির বাসিন্দাদের। আসানসোলের বার্নপুরে ওয়াগেন কলোনি এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নেই। প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বে বার্নপুরে ওয়াগেন কারখানার সামনে পথ অবরোধ বিখোভ দেখাল এলাকার মানুষ।

মঙ্গলবার তৃণমূলের শিক্ষক নেতা অশোক রুদ্র ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মিলন মণ্ডলের নেতৃত্বে ওয়াগেন কলোনির বাসিন্দারা এই পথ অবরোধ করে। জানা গিয়েছে গত ২০দিন ধরে ওয়াগেন কলোনি এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নেই।এর ফলে এলাকার মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। তাই এদিন বার্নপুরের ওয়াগেন কারখানার সামনে পথ অবরোধ বিখোভ দেখাল এলাকার মানুষ।

এদিনের অবরোধে তৃণমূলের শিক্ষক নেতা অশোক রুদ্র ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মিলন মণ্ডল উপস্থিত ছিলেন। এলাকার মানুষদের দাবি অবিলম্বে এই এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌচ্ছায়। শেষে মন্ত্রী মলয় ঘটক ফোনে আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায়।

error: Content is protected !!