July 27, 2024
শিরোনাম

খাদ্য ভবনে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা

কলকাতা: সকাল থেকেই কলকাতার খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীরা। মোট ৯৫৭জন প্রার্থী মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ১০০জনকে ইতিমধ্যে নিযুক্ত করা হয়েছে। বাকি ৮৫৭জনকে এখনও নিযুক্ত করা হয়নি। গত ১৩ই জুলাই তারা খাদ্য ভবনে এসেছিলেন এবং সেখানে আধিকারিকদের সঙ্গে ও তাদের কথাবার্তা হয়। এক সপ্তাহের মধ্যেই বাদবাকি ৮৫৭ জনকে নিযুক্ত করা হবে বলে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়।কিন্তু তারপরও বেশ খানিকটা সময় কেটে গেলেও তাদের নিযুক্ত করা হয়নি। এরফলে আজ জেলার বিভিন্ন জায়গা থেকে মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীরা এসে খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন।

তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবেন। দীর্ঘদিন ধরে তাঁরা উত্তীর্ণ হয়েছেন তা সত্ত্বেও তাদের চাকরিতে নিযুক্ত করা হয়নি। তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। এমনকি বাড়িতে অসুস্থ বা বাবা মাকে ওষুধপত্র কিনে দিতে পারছেন না তারা। এমত অবস্থায় সকাল থেকেই তারা অবস্থান বিক্ষোভ করছেন।

error: Content is protected !!