October 13, 2024
শিরোনাম

শান্তি ফিরিয়ে আনতে, রাজনৈতিক রঙ না দেখে আইন মূলক ব্যাবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যে নির্বাচনের পরে হিংসা এবং হানাহানি বন্ধ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের কোনো রাজনৈতিক রঙ না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইন মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া নির্বাচন-পরবর্তী হিংসা মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী এক নবান্নে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশ কমিশনার, ডিজি, সব পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। পরে তিনি বলেন নির্বাচনের পরে বিজেপি বেশকিছু জায়গায় ভুয়ো সংঘর্ষ ঘটিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে। তারা যেসব কেন্দ্র থেকে জিতেছে সেখান থেকেই বেশি সংঘর্ষের খবর আসছে বলে তিনি জানান। নির্বাচনের মধ্যেও তারা অনেক অত্যাচার করেছে বলে মুখ্যমন্ত্রী এইদিন অভিযোগ করেছেন।

error: Content is protected !!