কলকাতা: নির্বাচনী ফলাফল শেষে আজ অর্থাৎ ৫ ই মে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। আজ সকাল ১০.৪৫ মিনিটে তিনি শপথ বাক্য পাঠ করেছেন। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানালেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। অন্যদিকে রাজ্যপালও অনেক অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী কে। রাজ্যপাল জানালেন,
তিনি আশা করবেন সংবিধান মেনে কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শান্তিপূর্ণতা বজায় রাখতে মুখ্যমন্ত্রীর বিশেষভাবে নজর দেওয়ার আর্জি জানান তিনি। তিনি আরো বলেন, ভোট-পরবর্তী হিংসা রাজ্যে মাথাচাড়া দিয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী যেনো এই বিষয়টি দেখেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা থাকার পরেও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।