September 9, 2024
শিরোনাম

গৌতম রায়ের সমর্থনে স্মৃতি ইরানির জনসভা মুর্শিসদাবাদে

মুর্শিদাবাদ, ২০ এপ্রিলঃ মুর্শিদাবাদ জেলার ৬৮ কান্দি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী গৌতম রায়ের সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির জনসভা কান্দি হলিপক্স ময়দানে। এদিন কান্দি মোহনবাগান ময়দানে হেলিকপ্টারে করে নেমে কান্দি হালীপক্স ময়দানে জনসভা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবারের এই জনসভায় ৬৮ কান্দি বিধানসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী গৌতম রায় ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ছাড়াও উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিধানসভা বড়ঞা,খড়গ্রাম ও ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা এবং কান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিজেপি নেতৃত্ব।

error: Content is protected !!