April 16, 2024
শিরোনাম

শিলদাতে পানীয় জলের সমস্যা নিয়ে ভোট বয়কটের ডাক দিয়ে ৫ নং রাজ্য সড়ক অবরোধ করলো মহিলারা

ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শিলদা তে পানীয় জলের দাবিতে ৫ নম্বর রাজ্য সড়কে অবরোধ করল স্থানীয় মহিলারা।দুদিন আগে পানীয় জলের দাবিতে বিনপুর 2 নম্বর ব্লকের শিলদা তে পথ অবরোধ করেছিল বিজেপি নেতৃত্ব, সেই অবরোধের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আজ সোমবার সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে ৫ নম্বর রাজ্য সড়কে অবরোধ করে স্থানীয় মহিলা রা । এর ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং গাড়ি গুলো সারিবদ্ধ ভাবে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে যায়। এই অবরোধের জেরে ঝাড়গাম থেকে শিলদা হয়ে পুরুলিয়া ও বাঁকুড়া যাওয়ার রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।
অবরোধকারী এক মহিলা বলেন” দীর্ঘদিন ধরে শিলদা বাসি পানীয় জলের সমস্যায় ভুগছে, বারবার প্রধানকে জানিও কোন সমস্যার সমাধান হয়নি তাই তারা পথ অবরোধ করেছে । যতক্ষণ না পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান হয়ে তারা অবরোধ চালিয়ে যাবেন এমনকি ভোট বয়কট করবেন বলেও জানিয়েছেন । এদিকে সকাল থেকে অবরোধ চললেও প্রশাসনিক কোন অধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়নি এর জেরে অবরোধকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

error: Content is protected !!