সল্টলেক: করোনা অতিমারির সুযোগে সোশ্যাল মিডিয়ায় কাজের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার গুজরাটের দুই বাসিন্দা চন্দন বাবু ভাই লাঠিয়া এবং ভাগানি চিন্তান ভরত ভাই। দু’জনকেই গুজরাট থেকে গ্রেপ্তার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল ফোন, তিনটি ডেবিট কার্ড এবং একটি আধার কার্ড। অনলাইনের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ করানো হতো তারপর আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে বলা হত ভুল এন্ট্রি করা হয়েছে। আইনজীবী মারফত যে চিঠিটি পাঠানো হতো সেটি ও ভুয়ো ছিল। এই ভাবেই ভয় দেখিয়ে টাকা দাবি করে তোলাবাজি করত বলে অভিযোগ। গত ১৬ জুলাই প্রতারিত হওয়া এক ব্যক্তি বিধান নগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই দু’জনকে গুজরাট থেকে গ্রেফতার করে। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হচ্ছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে একটি বড়সড় চক্র জড়িত আছে বলে পুলিশ জানতে পেরেছে। তাদের ও খোঁজ চালানো হচ্ছে।