October 20, 2025
শিরোনাম

২৪ঘণ্টা পরেও উদ্ধার হল না কুলিক নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ

রায়গঞ্জ: ২৪ঘণ্টা কেটে গেলেও উদ্ধার হল না কুলিক নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া এক যুবকের দেহ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই যুবকের নাম মহাদেব ঘোষ। তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। সোমবার দুপুরে কাঞ্চনপল্লী সংলগ্ন কুলিক নদীঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। দেহ উদ্ধারে নামানো হয়েছে স্পীডবোটও। যদিও দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালানো হলেও তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

error: Content is protected !!