September 9, 2024
শিরোনাম

ঘূর্ণিঝড় “যশ”আসার আগেই তৎপর হলদিয়া উপকূল রক্ষী বাহিনী

পূর্ব মেদিনীপুর:-আবহাওয়া সূত্র অনুযায়ী ঘূর্ণিঝড় ‘যশ’ পশ্চিমবঙ্গ ও  উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সতর্কবার্তা দিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় অবস্থিত বাহিনীর মূল কার্যালয় ও কন্ট্রোল রুম থেকে মৎসজীবীদের উদ্দেশ্যে ওয়ারলেসের মাধ্যমে  সতর্কবার্তায় জানানো হয়েছে, যাঁরা সমুদ্রে গিয়েছেন তাঁদের ২২শে মে’র মধ্যে ফিরে আসতে। বাহিনীর ডি আই জি  সত্য রঞ্জন দাস জানিয়েছেন, যশ-এর মোকাবিলায় বাহিনী সমস্ত রকম ভাবে প্রস্তুত রয়েছি আমরা। বাহিনীর তরফে ইতিমধ্যে গঠন করা হয়েছে – ‘কুইক রেসপন্স টিম’, যারা সব সময় পরিস্থিতির উপর নজর রাখবে।

error: Content is protected !!