শিলিগুড়ি:- আগামী ৪ঠা জানুয়ারি তিনি বাগডোগরা হয়ে শিলিগুড়িতে আসবেন।
৪ঠা জানুয়ারি বিকেল ৪ টায় উত্তকন্যায় আভ্যন্তরীণ বৈঠকে যোগ দেবেন বলে দলীয় সুত্রে জানা যায়।
৮ তারিখ ফের উত্তরকন্যায় বৈঠক করে ফিরে যাবেন কলকাতা
এর মধ্যে ৫ জানুয়ারি সকালে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবেন
আলিপুরদুয়ারের তোর্ষা কালিবাড়িতে পূজা দেওয়ার পর, আলিপুরদুয়ার সার্কিট হাউজে আভ্যন্তরীণ বৈঠকে যোগ দেবেন
৫ তারিখ রাতেই ফের আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি ফিরে এসে একটি বেসরাকারি হোটেলে রাত্রিবাস করবেন
৬ জানুয়ারি শিলিগুড়ি থেকে রওনা হয়ে জল্পেশ মন্দিরে পূজা দেবেন অভিষেক
এরপর সেদিনই চালসার ওপরে একটি বেসরকারি হোটেলে আভ্যন্তরীণ বৈঠকে যোগ দেবেন
৬ তারিখ রাতেই ফের আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি ফিরে এসে একটি বেসরাকারি হোটেলে রাত্রিবাস করবেন
৭ তারিখ শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি
বুনিয়াদপুর সার্কিট হাউজে মধ্যাহ্নভোজের পর গঙ্গারামপুর স্টেডিয়াম মাঠে জনসভায় যোগ দেবেন
৭ তারিখ রাতেই ফের আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি ফিরে এসে একটি বেসরাকারি হোটেলে রাত্রিবাস করবেন।