November 4, 2024
শিরোনাম

মেদিনীপুর কলেজ মাঠের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, ”তোলাবাজ ভাইপো হঠাও

পশ্চিম মেদিনীপুর:-জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। পদ্ম শিবিরে এসেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর কলেজ মাঠের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, ”তোলাবাজ ভাইপো হঠাও।” এতদিন যা চাপা ছিল, সেই তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ এদিন উগরে দিলেন এই সভামঞ্চ থেকেই। অমিত শাহকে ‘দাদা’ বলে সম্বোধন করে বললেন, ”আমার যখন কোভিড হয়েছিল, দলের কেউ খোঁজ নেননি। অমিতজি খোঁজ নিয়েছেন।”শুভেন্দুর দলবদলের জল্নার গোড়া থেকেই গুঞ্জন চলছিল, তিনি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে পারেন। কিন্তু শনিবার তিনি ইঙ্গিতবাহী বক্তব্যে তা খারিজ করে দিলেন।শুভেন্দু অধিকারী বললেন, ”আপনাদের সকলকে আশ্বস্ত করছি, শুভেন্দু কারও উপর নজরদারি করবে না, কর্মী হিসেবে কাজ করবে। পতাকা লাগাতে বললে, তাইই লাগাব। পার্টি যা নির্দেশ দেবে, সেটাই করব। আমি ছাত্র রাজনীতি করে এসেছি, সব কাজই গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করি।”শুভেন্দু ছাড়াও এদিন এক ঝাঁক নেতা-নেত্রী এই সভায় বিজেপিতে যোগ দেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল, সুনীল মণ্ডল, দশরথ তিরখে, তাপসী মণ্ডল, বিশ্বজিৎ কুণ্ডু, সৈকত পাঁজা, দীপালি বিশ্বাস, সুপ্রা মুণ্ডা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীপাংশু চৌধুরী, প্রফুল্ল বর্মন, দেবাশীষ মজুমদার, শীলভদ্র দত্ত, সোমনাথ মুখোপাধ্যায় সহ প্রমুখ।

error: Content is protected !!