September 9, 2024
শিরোনাম

বিধানসভা নির্বাচনের আগেই একা হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরে বললেন অমিত শাহ

পশ্চিম মেদিনীপুর:-মেদিনীপুরের কলেজ মাঠের সভা থেকে শুভেন্দু অধিকারীর যোগদানকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর এবং তাঁর নেতৃত্বে বিজেপিতে আরও অনেকের যোগদানের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, “বিধানসভা নির্বাচনের আগেই একা হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়”। তিনি আরও বলেন, ” ২০০ আসন নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি”। রাজ্যে ২০২১ সালের নির্বাচনী ফের পরিবর্তনের ডাক দিয়ে এদিন মেদিনীপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অমিত শাহ। শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপিতে যোগদান করলেন তাদের দলে স্বাগত জানান অমিত শাহ। সেই সঙ্গে আগামী ৫ বছরের জন্য রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন জানান তিনি। বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে সোনার বাংলা গড়ে তোলা হবে বলেও এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা।

error: Content is protected !!