দলের সাথে সম্পর্ক ছিন্ন করার পরে শুক্রবার সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ এদিন সকালে জিতেন্দ্রর আবাসনে পৌঁছে দেখা যায়, তার জন্যে সরকার থেকে নিযুক্ত দেহরক্ষীদের তুলে নেওয়া হয়েছে ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে জিতেন্দ্র জানিয়েদেন, সরকার একসময় মনে করেছিল তার জীবনের দাম আছে, তাই দেহরক্ষীর ব্যবস্থা ছিল ৷ এখন সরকার মনে করছে তার জীবনের কোনো মূল্য নেই তাই দেহরক্ষী তুলে নেওয়া হয়েছে ৷ একই সাথে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি ৷ তবে বিজেপিতে যোগ দেবেন কি না? এই প্রশ্নে বলেন, প্রয়োজনে কোর্টে প্র্যাকটিস করবেন ৷ তবে জিতেন্দ্রর কলকাতা যাওয়ার পিছনে বিধায়ক পদে ইস্তফা ও বিজেপি যোগের সম্ভাবনা জিইয়ে থাকলো ৷