December 14, 2024
শিরোনাম

আর কিছুক্ষণের মধ্যেই মূখ্যমন্ত্রীর রাজনৈতিক সভা মেদিনীপুর কলেজ মাঠে

পশ্চিম মেদিনীপুর :- আর কিছুক্ষণের মধ্যেই মূখ্যমন্ত্রীর রাজনৈতিক সভা মেদিনীপুর কলেজ মাঠে। তার আগেই সভাস্থলের সমস্ত জায়গা দমকলের তরফে স্যানিটাইজ ও পুলিশ কুকুর দিয়ে চেকিং এবং সমস্ত কোভিড সাস্থ্য বিধি মেনে কোভিড টেস্টের রিপোর্ট দেখেই নেতৃত্বদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে । মূখ্যমন্ত্রীর স্টেজের পাশাপাশি আরও দুটো স্টেজ বানানো হয়েছে জেলা নেতৃত্বের জন্যে। ইতিমধ্যে দলিয় কর্মীরা আসতে শুরু করেছে সভায়। তার মধ্যে দেখা গেল বিক্ষোভ কেশপুর ব্লকের বেশ কিছু কর্মী হাতে পোষ্টার নিয়ে স্লোগান দিতে সেই পোস্টারে লেখা ছিল দিদি পূরানো কর্মীদের কথা দিয়ে কথা রাখেনি কেন জবাব চাই জবাব দিন। সব মিলিয়ে আজকের এই রাজনৈতিক সভা একুশের বিধানসভা নির্বাচনের আগে দলিয় কর্মী থেকে শুরু করে নেতৃত্বের কাছে কতটা প্রভাব বিস্তার করে সেটাই এখন দেখার? ।

error: Content is protected !!