নবদ্বীপ:-নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে উঠেছে নানান প্রশ্ন। অভিযোগ উঠেছে চিকিৎসক এ্রর অভাব। এক একটি বেডে দুজন করে রোগী থাকায় সমস্যায় পড়েছেন রোগীরা। নার্সদের একটা অংশ অভিযোগ করেছেন যে ডাক্তারবাবুরা ছুটি নিয়ে বাড়িতে বসে থাকায় যত সমস্যায় পড়তে হচ্ছে আমাদের প্রচুর রোগী আসছেন অথচ আমরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছি অভিযোগ।
অনেকেই বলছেন স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন দরকার। বিভিন্ন পুজো কমিটি এবং ক্লাবকে যেভাবে অর্থ সাহায্য করছে সরকার এক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার মান বাড়ানো দরকার অর্থ বরাদ্দ করে এই প্রশ্ন তুলেছেন অনেকেই।