October 13, 2024
শিরোনাম

খড়্গপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত চার

পশ্চিম মেদিনীপুর:- মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত চারজনের। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের ওপর লছমাপুর এলাকায়।তেল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল চারজনের। আজ, রবিবার ঘটনাটি ঘটেছে খড়্গপুরের ৬ নম্বর জাতীয় সড়কে। তেল ট্যাঙ্কারটি খড়্গপুরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। দু’টি ডিভাইডারের মাঝে অপেক্ষারত কয়েকজনকে ট্যাঙ্কারটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই পিষে যায় ৩ জন। পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরো এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। ঘটনাস্থলে খড়গপুর লোকাল থানার পুলিশ।স্থানীয় মানুষ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতাল ও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ দুর্ঘটনার পর থেকে। এলাকায় শোকের ছায়া।

error: Content is protected !!