October 13, 2024
শিরোনাম

করোনা অতিমারীর আবহে জৌলুস ছাড়াই হচ্ছে শতাব্দী প্রাচীন দূর্গা পুজো

ঝাড়গ্রাম:করোনা অতিমারীর মাঝেও অভিনব থিমের ভাবনায় দূর্গাপুজো হচ্ছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায়। সম্পূর্ণ ব্যাতিক্রমী ভাবে সাবেকিয়ানা সাজেই পুজোর প্রস্তুতি চলছে জাম্বনী ব্লকের চিচিড়া তে। বিভিন্ন গ্রাম গুলির মধ্যে চিচিড়া গ্রামের পুজো অন্যতম। প্রায় ২০০ বছর আগে এই গ্ৰামেরই জমিদার কালিপ্ৰসাদ প্রামাণিকের স্বপ্লাদেশ পেয়েছিলেন তারপর থেকেই শুরু হয়েছিল এই পুজো। প্রথমে শুধু ঘট বসিয়েই পুজো হত। বিগত ১৩৭তম বর্ষ থেকে মা এখানে মৃণায়ী রুপ পেয়েছেন। প্রামাণিক পরিবার সূত্রে জানা গিয়েছে যে এখানে ১টি সোনার দুর্গা মূর্তিও ছিল কিন্তু কয়েক বছর আগে সেটি চুরি হয়ে যায়। মৃণ্ময়ী রূপে ৬৮ তম বর্ষে পা দিল এবছরের পুজো। কিন্তু করোনা অতিমারীর আবহে সম্পূর্ণ জৌলুস ছাড়াই হবে চিচিড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দূর্গাপুজো। এবছরের পুজোর বাজেট ২লক্ষ টাকা। পুজো কমিটির কোষাধ্যক্ষ বাপ্পাদিত্য প্রামাণিক বলেন, ‘আমাদের এই এলাকায় দুই ধর্মের মানুষ বাস করেন কিন্তু এই পুজোকে ঘিরে কোনোদিন কোনো ঝগড়া বা গন্ডগােল হয়নি। এবছর করোনা আবহে আমরা একটি পোস্টার প্রতিযোগিতার আয়োজনও করেছি। এই এলাকার চারপাশের গ্রাম থেকে লোক আসেন এই পুজো দেখতে। আগের বছরের তুলনায় এবছর পুজোর বাজেটেও অনেক কাটছাট হয়েছে।’

error: Content is protected !!