পশ্চিম মেদিনীপুর:-তৃণমূলের পার্টি অফিসে বোম মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর দাঁতন ২ ব্লকের আমরদা এলাকায়। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বেশ কিছু বিজেপির কর্মী মদ্যপ অবস্থায় এসে এলাকায় দলীয় পতাকা লাগিয়ে ও পরে পার্টি অফিসে বোমা ছোড়ে বলে অভিযোগ। অন্যদিকে ভিত্তিহীন বলে দাবি বিজেপি । বিজেপির দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের দলের কর্মীরা কৃষি আইন এর সমর্থনে একটি বৈঠক করে পরে দলীয় পতাকা লাগাচ্ছিল তখন তৃণমূল এসে বাধা দেয় আমাদের মধ্যে ঝামেলা হয়। তবে সেখানে কোন বোমার ঘটনাই ঘটেনি । শুক্রবার ভোর রাতে ঘটে যাওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে উক্ত এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানা ও জড়াগেড়িয়া ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তৃণমূল কর্মীরা।যদিও এলাকায় উত্তেজনা থাকায় এখনো মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।