September 22, 2023
শিরোনাম

অস্বাভাবিক মৃত হল এক বৃদ্ধের

কলকাতা:-অস্বাভাবিক মৃত হল এক বৃদ্ধের। নিজের ঘরে গলায দড়ি নিযে আত্মঘাতী ওই বৃদ্ধ। বৃদ্ধের মৃত্যুর কারন নিযে ধোঁয়াশা পরিবারে। মৃতের নাম কালিপদ পাত্র বয়স ৮৮ বাড়ি বেলদা থানারা অন্তর্গত খালিনা গ্রামে। বুধবার ভোরে নিজের ঘর থেকে উদ্ধার হয বৃদ্ধার ঝুলন্ত দেহ। এরপর বেলদা থানার পুলিশ দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিযে এলে চিকিৎসক মৃত বলে জানান। পরিবারের লোক জানান “কেন এরম করলেন তা আমাদের কাছে অজানা” বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মযনা তদন্তে পাঠিযেছে। কি বা কি কারনে এই মৃত্যু তা নিযে তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।

error: Content is protected !!