September 9, 2024
শিরোনাম

ঝাড়গ্রাম স্টেডিযামে প্রশাসনিক বৈঠকে যোগদিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম:- মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রায় দেড় বছর পর ঝাড়গ্রামে এলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য স্টেডিয়ামে ১৮০০ বর্গমিটারের হ্যাঙার প্যাণ্ডেল করা হয়েছে। মুখ্যমন্ত্রী যেখানে বসবেন, সেই মঞ্চ তিন ফুট উঁচুতে করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে রাজ্যের কয়েকজন সচিব ও জেলার পুলিস-প্রশাসনের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। এছাড়াও ঝাড়গ্রাম জেলার তিন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের দুই মেন্টর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পুরসভার দু’জন প্রশাসনিক সদস্য সহ মোট ৫৭ জন উপস্থিত রয়েছেন। সভাস্থলে প্রতিটি চেয়ারের দূরত্ব রাখা হয়েছে ছ’ফুট। পাশাপাশি ঝাড়গ্রামের জেলাশাসকের সভাঘরে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে।

error: Content is protected !!