
মালদা,৭ অক্টোবর:-আসন্ন লোকসভা নির্বাচনের আগে দক্ষিন মালদার কার্জকর্তাদের নিয়ে দলিয় বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জগৎপ্রসাদ নাড্ডা।রবিবার দুপুরে মালদা জেলা বিজেপি কার্যালয়ে দলিয় বৈঠক করেন তিনি। সেখানে সাংবাদিকদের সামনে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর থেকে মানুষের আস্থা চলে গিয়েছে৷ প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে এগিয়ে চলেছে বিজেপি৷
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন আরও বলেন, এই রাজ্যের সর্বত্র আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে৷ আইনের শাসন নেই রাজ্যে৷ নিজেদের রাজনৈতিক ফয়দা লুটতে এবং বিরোধীদের সঙ্গে প্রতারণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশকে ব্যবহার করছে৷ এই রাজ্যে পুলিশ এখন রক্ষকের পরিবর্তে ভক্ষকে পরিণত হয়েছে৷

বিরোধীদের সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণ শুরু করেছে৷ আগামী লোকসভা নির্বাচনে দেশে ফের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গঠিত হতে চলেছে৷ সেই সরকার গঠনে বাংলা থেকেও প্রনিতিধিরা যোগদান করবেন৷ সেই লক্ষ্যে তাঁদের নেতা-কর্মীরা কাজ করে চলেছেন৷ আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যেও তাঁদের অত্যন্ত ভালো ফল হবে বলে জানিয়েছেন তিনি।
