
সুতি, ২১ জুন: এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সুতি’তে। মৃত গৃহবধূর নাম রহিমা বিবি(৪২)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সুতি থানার তারারমোড় এলাকায়।
এদিন সকালে তারারমোড় এলাকার একটি বটগাছে মাঝ বয়সি এক মহিলার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ এবং বটগাছ থেকে উদ্ধার করে মহিলার ঝুলন্ত মৃতদেহটি।

জানা গিয়েছে, মৃতার বাড়ি বীরভূম জেলার হরিশপুর এলাকায়। বুধবার রাতে ওই মহিলার স্বামী ও শাশুড়ি মিলে তাকে মারধর করে তারারমোড় এলাকায় ফেলে যায় এবং সেখানেই তাকে শ্বাসরোধ করে খুন করে তারপর গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের।

পরে সুতি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি খুনের ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই ঘটনার তদন্ত শুরু করা হবে।