
আলিপুরদুয়ার, ২৭ মার্চ: ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া বিরবিটি কলোনীর একটি বাড়িতে। রান্নার গ্যাস সিলিন্ডার লিক থেকেই এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
আগুন লাগার সময় বাড়ীর মালিক নন্দপ্রসাদ শা বাড়িতে বাড়িতে ছিলেন না। সেই সময় তার স্ত্রী মিঠু শা রান্না করছিলেন। হঠাৎ-ই পাইপ দিয়ে গ্যাস লিক করায় আগুন লেগে যায়। চোখের সামনে এরকম দৃশ্য দেখে তিনি তার সন্তানকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন।

মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। পরে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় ফালাকাটা দমকল কেন্দ্রে। কিন্তু দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পাড়া প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে দমকলের ইঞ্জিন দেরী করে পৌঁছনোয় উত্তেজিত জনতার রোষের মুখে পড়তে হয় দমকল কর্মীদের।
পরে বীরপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরকম ঘটনায় ফের বীরপাড়ায় দমকলকেন্দ্র গড়ার দাবি আরও জোরালো হল। দমকল কেন্দ্র গড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন বীরপাড়া বাসী।
