
বিনোদন, ১৫ জুলাই: আমাদের শুটিংয়ের প্রত্যেকদিনই ভাল কেটেছে। আমরা হাওড়া ব্রিজে শুটিং করতে গিয়েছিলাম। কিন্তু, সেখানে একটা দুর্ঘটনা ঘটে। এরজন্য শুটিং বাতিল হয়ে যায়। তবে সেই দৃশ্য আমরা অন্য জায়গায় শুট করি। আমরা ছ’দিন ছিলাম সেখানে। মার্কেট, রেল স্টেশন মনে হচ্ছিল প্রত্যেক দিনটা একটা মেলার মত ছিল। আর খুব সহজেই ক্যামেরার সামনে এখানে কাজ করতে পেরেছি আমরা।”
আগামী ২০ জুলাই ছবিটি মুক্তি পাবে। তার আগে আরও একবার কলকাতায় আসবে ধড়ক টিম। ছবির প্রচারেই ফের একবার শহরে ধরা দেবেন জাহ্নবী কাপুর ও ইশান খাট্টার।
