
হাওড়া,২ সেপ্টেম্বরগত আট দিন ধরে নিখোঁজ এক যুবকের পচা গলা দেহ উদ্ধার হল,নিশ্চিন্দা থানা এলাকায় জাতীয় সড়কের ধারে বিজয় সিং ওরফে ভিকি নামে ওই যুবকের দেহ পাওয়া যায়,আজ বাড়ির লোকজন সনাক্ত করে,পরিবারের লোকেরা খুনের অভিযোগ করছে,এর আগেই মালিপাচঁঘরা থানায় নিখোজ ডায়েরী করা হয়েছিল,পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল যে বিজয় তার দুজন পরিচিতের সাথে গত 24 আগস্ট মদ খেয়েছিল,তারপর আর বাড়ি ফেরেনি,একজন কে গ্রেফতার করা হয়।