
বারাসাত, ১১ অক্টোবর:-মডেলিং এ চান্স করিয়ে দেবার ভাওতা দিয়ে সাতাশ বছরের এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল সুরজ কুমার মন্ডল নামে জুবিলিপার্ক যাদবপুরের এক ব্যক্তির বিরুদ্ধে।নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে বারাসাত মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নিউ অলিপুরের ওই নির্যাতিতার অভিযোগ,ফেসবুক এ আলাপ হয়ে মডেলিং এ চান্স করিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই সুরজ কুমার মন্ডল।এরপর গত 7,10,2018 তারিখে অডিশনের নাম করে বারাসতে ডেকে পাঠান ওই যুবক।সেই মোতাবেক বারাসতে আসেন ছয় বছরের কন্যা সন্তানের মাতা ওই মহিলা।

এরপর তার অভিযোগ বারাসাত স্টেডিয়ামে খেলা দেখার পর ধর্ষিতা হন ওই মহিলা।আজ বারাসাত মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।(case নং131dated10,10,2018 u/s 376/417/506)বারাসাত থানার স্পেশাল অপারেশন গ্রূপ তদন্ত শুরু করেছে।
