
কলকাতা, ১৪ জুলাই:কলকাতা বিমানবন্দরের দুই নম্বর গেটের কাছে উদ্ধার এক লরি পচা মাংস। বিমানবন্দর এর কাছে পুলিশের যখন নাকা চেকিং চলছিল ঠিক সেই সময় লরি আটকায় পুলিশ। লরির ডালা খুলে দেখে তারমধ্যে প্রচুর পরিমাণে পচা মাংস নিয়ে যাওয়া হচ্ছে। লরি চালক ও দুই খালাসি কে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে স্বরুপনগর থেকে যশোর রোড হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে বিহারে যাওয়ার কথা ছিল। এই পচা মাংস গুলিকে নিয়ে বৈধ কোনরকম নথিপত্র দেখাতে পারিনি লরি চালক।
পুলিশ মনে করছে এত পরিমাণে পচা মাংস নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দিতে পারে । তাদের গাড়ির কোনো কাগজপত্র পাওয়া যায়নি সেই কারণে পুলিশ খতিয়ে দেখছে এত পরিমাণে মাংস সত্যিই কি বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল । নাকি অন্য কোথাও পাচার করা হচ্ছিলো গাড়িটিকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
