
শিলিগুড়ি, ১৭ জুলাইঃ নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর লাগোয়া ফারাবাড়ি এলাকায়। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই যুবকের বাড়ির লোক এদিন সন্ধ্যা বেলা তাঁর নিজের শোয়ার ঘরে তাকে ঝুলতে দেখে। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পাঠায়।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম ইয়ম রায়(১৮)। তাঁর বাড়ি শিলিগুড়ি শহর লাগোয়া ফারাবাড়ি এলাকায়। জানা গেছে, ওই যুবক মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

পরিবার সুত্রে জানা যায়, দিনকয়েক আগে ইয়ম এর সাথে পরিবারের লোকের একটা ঝামলা হয়। তাঁর পর থেকেই ইয়ম মানসিক অবসাদে ভুগছিল। তারপর রবিবার সন্ধ্যায় ইয়ম নিজের ঘরেতেই গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
