
পশ্চিম মেদিনীপুর,০৭ ডিসেম্বর:ফের জঙ্গলে লাগলো আগুন। আর এই আগুলের লেলিহান গ্রাসে নষ্ট হলো প্রায় পাঁচ হেক্টর জুড়ে লাগানো প্রায় হাজার পাঁচেক শাল সহ বিভিন্ন নামিদামি গাছের চারা। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর বন বিভাগের হিজলি বনাঞ্চলের পশ্চিম পাথরি তে।
জঙ্গলে দাও দাও করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দেয়। বনকর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেও বিফল হয়। ফলে বাধ্য হয়েই দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা।
