
বর্ধমান,২২ নভেম্বর:রানীগঞ্জের শীতল দাস কোলিয়ারি খনি আবাসন লাগোয়া এলাকার জঙ্গলে এক 13 ফুটের ময়াল সাপ উদ্ধার করল এলাকার বাসিন্দারা এ দিন স্থানীয় মহিলারা সাপটিকে লক্ষ্য করে বাড়ির পুরুষ সদস্যদের বিষয়টি জানালে তারা উদ্ধার করে ময়াল সাপটি বেশ কয়েকদিন ধরে এলাকায় ছাগল মুরগি শিকার করছিল ওই ময়ালটি,
বিষয়টি লক্ষ্য করে এলাকার বাসিন্দারা নজরদারি রাখার পর আবিষ্কার করে ওই ময়াল সাপটিকে। আজ ওই ময়াল সাপটিকে ধরে পুলিশ মারফত বনবিভাগের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি এ নিয়ে চারটি ময়াল সাপ তারা উদ্ধার করে বন বিভাগের লোকের হাতে তুলে দিয়েছে।
