
কলকাতা,১৯ সেপ্টেম্বর:-বুধবার মাঝেরহাট ব্রিজ ভাঙার কাজের প্রস্তুতি শুরু হলো, মোমিনপুর এর দিক থেকে ব্রিজের উপরের ভেঙে যাওয়া অংশ এবং দুই পাশে ঘেরা হচ্ছে টিনের প্রাচীর দিয়ে। ভাঙার জন্য ব্রিজের উপর আনা হয়েছে JCB। সরিয়ে ফেলা হচ্ছে ব্রিজের নিচে থাকা অস্থায়ী দোকানগুলি।