
নদিয়া, ২২ জুন: বাড়ি থেকে মাত্র ৫০০ টাকা নিয়ে বেড়িয়েছিল এক কিশোরী। নাম অপর্ণা চৌধুরী (১৭) বাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ এক নাবালিকা কিশোরীকে শান্তিপুর ১ নং প্লাটফর্মের বেঞ্চিতে একা বসে থাকতে দেখে সন্দেহ হয় রেল রক্ষী বাহিনীর কর্মীদের।
এরপর রেল রক্ষী বাহিনীর পুলিশ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়ে যায়। ওই তরুণী পুলিশকে জানায় সে তার মায়ের কথা মত ময়নাগুড়ি থেকে কাকার বাড়ি বগুলা আসছিল। কিন্তু পথ ভুলে যাওয়ায় সে শান্তিপুর স্টেশনে বসে একরাশ বিষন্নতা মুখে নিয়ে কাউকে কিছু বলে নি। অপর্ণার বাবা নেই, কয়েক বছর আগে মারা গেছেন। এরপর রেল রক্ষী বাহিনীর তৎপরতায় ওই কিশোরীর মাকে খবর দেওয়া হলে বগুলা থেকে মা সুলেখা চৌধুরী উপযুক্ত প্রমাণ দিয়ে তার মেয়ে অপর্ণাকে ফিরে পায়। খুশি আরপিএফ এবং কিশোরীর মা।
