
এই মুহূর্তে,ওয়েব ডেস্ক, ৬ অক্টোবর:- জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পাশে গভীর খাদে মিনিবাস পড়ে গিয়ে মৃত্যু হল ১৩ জনের। আহত প্রায় ১৭ জন।
রাম্বানের পুলিশ সুপার জানান, বাসটি বনিহাল থেকে রাম্বান যাচ্ছিল। মারুফের কাছে কেলার মোড়ে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার পাশে ২00 ফুট গভীর খাদে গিয়ে পড়ে।

পুলিশ সুপার বলেন, “বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা অবিলম্বে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এবং আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।
