
দক্ষিণ ২৪ পরগনা,৭ সেপ্টেম্বর:স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতীবাদ করে মার খেলো এক গৃহবধূ। বেধড়ক মারধোরের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। ক্যানিং থানার দুমকি গ্রামের ঘটনা। আহত গৃহবধূর নাম বিশাখা মণ্ডল। অভিযুক্ত বেক্তির নাম গোপাল মণ্ডল। আহত বিশাখা মণ্ডলের দাবী তার স্বামী গোপাল মণ্ডলের সঙ্গে পাশের গ্রামের এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক দীর্ঘদিনের।
এর আগে ও একাধিক বার নিজের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরেছে ওই মহিলাকে। এর প্রতীবাদ করে একাধিক বার মার খেয়েছে বিশাখা। প্রতীবাদ করে কোন কাজ না হওয়ায় নিজের দুটো বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে চলে আশে। কিন্তু সেখানে ও হামলা চালিয়ে বাচ্চা দুটোকে নিয়ে আশে গোপাল মণ্ডল। এরপর নিজের বাচ্চা নিতে এসে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সরব হলে বেধড়ক মারধোর করে।

পরে খবর পেয়ে মেয়েটির বাপের বাড়ি থেকে মানুষজন গিয়ে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আশে ভাই দীপঙ্কর সরদার। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে আহত বিশাখা মণ্ডল। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
