
উত্তর ২৪ পরগনা, ০২ ডিসেম্বর রাত দুটো থেকে বেড়াচাপা স্টেট ব্যাঙ্কে আঁধার কাড সংশোধনের জন্য হাজার দুই সাধারণ মানুষের লম্বা লাইন,যার মধ্যে মহিলা আছে প্রচুর পরিমাণে। দীর্ঘ চার মাস আঁধার কার্ভ এর বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় সঃশোধনের কাজ শুরু হতেই, ব্যাঙ্ক ম্যানেজার জানান পঁচিশ জনের বেশি আধার কাড সংশোধন করা যাবে না ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে এই ধরনের কথা শোনার পর সাত আটশো সাধারণ মানুষ বেড়াচাপার টাকি রোড অবরোধ করে,
পরিস্থিতি সামলাতে ব্যাঙ্কের গেট বন্ধ করে দেন পুলিশ, উত্তেজিত জনতা জোর করে সেই গেট খুলে দেয়।এই মুহূর্তে অবরুদ্ধ পাখি রোড, অবরোধে আটকে পড়ে আসামির পুলিশ ভ্যান। উত্তেজিত জনতার দাবি অবিলম্বে দেগঙ্গার বিডিও কে এসে সঠিক পরিষেবা রং ব্যাবস্থার আশ্বাস দিতে হবে। সকাল সাড়ে দশটা থেকে অবরোধ চলছে।ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ।
