
হুগলি, ৬জুলাই: পলতা ফেরিঘাট চালুর দাবিতে পথে নামলেন স্থানীয়রা। আজ সকাল থেকে চাঁপদানিতে GT রোড অবরোধ করেন স্থানীয় এবং স্কুলপড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থানে এসে অবরোধ তোলার চেষ্টা করে ভদ্রেশ্বর থানার পুলিশ। আন্দোলনকারীদের তারা বোঝানোর চেষ্টা করে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পলতা ফেরিঘাট।
ফলে ইছাপুর ঘাটের সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর জেরে সমস্যায় পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে পড়ুয়ারা। অভিযোগ, জেলা প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি।

তাই আজ সকাল থেকে পড়ুয়া ও যাত্রীরা ফেরিঘাট চালুর দাবিতে GT রোডে অবরোধ শুরু করে। প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘাট চালুর দাবিতে কয়েক ঘণ্টা অবরোধ করা হয়। তার জেরে চাঁপদানি এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ অবরোধ তুলতে এলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিরণ সাউ নামে একজন বলেন, “ভদ্রেশ্বর এলাকায় অনেকদিন ধরেই পলতা ঘাট ও কাঙালি ঘাট বন্ধ রয়েছে। ফলে, ছেলেমেয়েদের ওপারে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনার জন্য নিয়ে যেতে ভোগান্তি হচ্ছে। অন্য ঘাট দিয়ে ছোটো ছেলেমেয়েদের নিয়ে যেতে সমস্যা হয়। কেউ কোনও বিহিত করছে না। তাই অবরোধ।