
এই মুহূর্তে,১১ ফেব্রুয়ারি:আনন্দে থাকার কারণ অবশ্য রয়েছে তালাইভার। আসলে গুজব যে বলে, দুই মেয়ের কারও বিয়ে নিয়ে প্রথমটায় সন্তুষ্ট ছিলেন না রজনীকান্ত। গুজবে বলে, রজনীকান্তের প্রথম কন্যা ঐশ্বর্য না কি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ধনুষকে। প্রথমটায় মনে একটু আঘাত পেলেও পরে ব্যাপারটা মনে নিতে আর দ্বিধা করেননি দক্ষিণ ভারতের এই সুপারস্টার। ও দিকে, ছোটো মেয়ে সৌন্দর্যের ক্ষেত্রে আঘাত আরও বেশি, অশ্বিন রামকুমারের সঙ্গে বিয়েটা তাঁর স্থায়ী হয়নি বলে।
এক ছেলে বেদকৃষ্ণকে নিয়ে অনেক দিন ধরেই বাপের বাড়িতে থাকেন সৌন্দর্য, ডিভোর্স পেয়েছেন ২০১৭ সালে। যাই হোক, তার পরে নিজে দেখে মেয়ের বিয়ে দেওয়ার সাধ অবশ্য রজনীকান্তের মিটেছে। এ বার সৌন্দর্যের জন্য তিনি পারিবারিক বন্ধুর ছেলে বিশাগন বনঙ্গমুদিকে বেছে নিয়েছেন, ১১ ফেব্রুয়ারি চেন্নাইয়ের লীলা প্যালেসে বসবে বিয়ের বাসর।

தனது மகள் திருமண கொண்டாட்டத்தில் டான்ஸ் ஆடிய @rajinikanth #Rajinikanth pic.twitter.com/XG3kvzhtgN
— meenakshisundaram (@meenadmr) February 10, 2019
সূএ-khaboronline
