
ইটাহার, ৯ মার্চ: চৌদ্দ দফার দাবির ভিত্তিতে ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দেওয়া হল শুক্রবার। এদিন ইটাহার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে ইটাহার চক্র অবর বিদ্যালয় অফিসে ডেপুটেশন দেওয়া হল সংগঠনের তরফে।
এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু রায় চৌধুরী, জোন সম্পাদক ইয়াসধানি, সহিদুর রহমান, অজয় চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের তরফে বেশ কিছু শিক্ষক বন্ধ অফিস প্রাঙ্গণে সামনে শ্লোগান দিতে থাকেন।
যদিও এদিন অবর বিদ্যালয় পরিদর্শক অর্পণা মণ্ডল না থাকার কারণে দপ্তরের শিক্ষা বন্ধু মলয় তরফদার, প্রকাশ মজুমদারের হাতে দাবি পত্র তুলে দেন।

জানা গিয়েছে, রাজ্য সরকারের নিয়ম অনুসারে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। অবিলম্বে ডি এ প্রদান করতে হবে। প্রত্যেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পোশাক দিতে হবে। এছাড়াও অন্যান্য দাবিতে আজকের এই কর্মসূচি বলে জানান নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আন্দোলনকারীরা।