
শিলিগুড়ি, ১০জুলাই: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার সকালে এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির চম্পাসারি সংলগ্ন গান্ধী ময়দান এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম লক্ষী দেবী রায় (৩৩)। বাড়ি প্রকাশনগরে। ঘটনায় ঘাতক ডাম্পার সহ চালককে আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ। ডাম্পারের চালকের নাম মুকেশ শৈব। বাড়ি বাগডোগরার নয়া বস্তি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাগডোগরা থেকে ডাম্পারটি শালুগাড়া যাওয়ার পথে গান্ধী ময়দানের সামনে ওই মহিলাকে রাস্তা পার হওয়ার সময় ধাক্কা মারে। এরপর স্থানীয়রাই মহিলাকে জখম অবস্থায় প্রধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

এরপর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।