
কলকাতা,০৭ ডিসেম্বর:দমদম পার্কে প্রমোটারকে গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর গোয়েন্দা বিভাগ। এখনো অধরা মূল অভিযুক্ত। গত 27 অক্টোবরে দমদম পার্কের একটি বহুতলের প্রমোটার শেখর পোদ্দারকে গুলি করে কিছু দুষ্কৃতী। সেই ঘটনায় তদন্ত শুরু করে উঠে আসে বাবু নায়ক নামে এক দুস্কৃতির নাম।
সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে বিধাননগর গোয়েন্দা বিভাগ। অবশেষে 2 মাসের পরে বিধাননগর গোয়েন্দা বিভাগের জালে ধরা পড়ে অন্যতম অভিযুক্ত রমেশ। গতকাল ঝাড়খন্ড থেকে রমেশ মজুমদার নামক এই ঘটনার অন্যতম দুস্কৃতিকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।

আজ তাকে আদালতে তোলার সময় বিস্ফোরক মন্তব্য করে ওই অভিযুক্ত। তার দাবি বাবু নায়ক নামক ব্যক্তির কোথায় বাগুইহাটির বাসিন্দা বান্টি সাউ ওরফে বান্টির নেতৃত্বে রমেশ সহ 4 জনের একটি দল এই গুলি চালানোর ঘটনা পরিচালনা করে। এখনও বান্টি পলাতক। বান্টির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।

আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনা ঘটানোর জন্যে তাদের বাবু নায়ক কত টাকা দিয়েছিলো তা তদন্ত করে দেখছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।