
হুগলি, ৯ই জুলাই: আজ সকালে ৯ টা ১০ নাগাদ তারকেশ্বর বন্দর রুট এর একটি যাত্রীবোঝাই বাস জয়রামপুর এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায়। সম্পূর্ণ যাত্রী বোঝাই বাস এর চালক যাত্রী দের কথায় কান না সঙ্কীর্ণ রাস্তায় খুব জোরে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন।
কিন্তু জয়রামপুর এর স্কুল এর কাছে এসে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও উলটে যায়। জানামতে এখনো পর্যন্ত প্রায় সবাই কে উদ্ধার করা হয়েছে। স্থানীয় রাই উদ্ধার করেন আহত যাত্রী দের।

২জন মৃত ও ৩০ জন আহত হয়েছেন। যাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবং একটি শিশুর অবস্থা আশঙ্কা জনক। উল্লেখ্য মালিক ই চালক এই বাস এর।
