
কলকাতা, ৫ জুলাই:সোদপুর স্টেশনের আগে ৬ নং রেলগেটে ১টি ৪০৭ সিমেণ্ট বোঝাই গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিক এ রামচন্দ্র পুরের দিকে গেট পার হতে গিয়ে গর্ত থাকার জন্য ১নং লাইনে ৪০৭ গাড়ি টি পড়ে যায়। তখন ওই লাইনে আপ ১২বগি রানাঘাট লোকাল আটকে যায়। ১২’২০মিনিটে ঘটনাটি ঘটে।
গাড়ির ড্রাইভার ও খালাসী পলাতক । ১নং লাইনে দীর্ঘকাল ট্রেন চলাচল বন্ধ ছিল। রেল চলাচল ২ ৩ ৪ লাইন দিয়ে শুরু হয়। ব্রেক ডাউন ভ্যান না আসায় ১নং লাইনে দীর্ঘকাল রেল চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল এ আর পি এফ জি আর পি ও খড়দা থানার পুলিশ উপস্থিত হয়। রেল যাত্রী দের অসবিধার মুখে পড়তে হয়।
