
দক্ষিণ ২৪ পরগনা, ৯জুলাই: রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুত্রব জখম হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার কাঁঠালবেরিয়া গ্রামে। সোমবার ভোর রাতে খড়ের জ্বালে রান্না করার সময় অসাবধানতা বশত কাপড়ে আগুন লেগে গুরুতর জখম হন কাস্তেরানী নস্কর নামে বছর চল্লিশের ওই গৃহবধূ।
গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ওই মহিলার শরীরের প্রায় আশি শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য।
