
দক্ষিণ দিনাজপুর, ১৯জুলাই: দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার আটটি থানা ঘেরাও ও অবস্থান বিক্ষোভ করে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন আটি থানা ঘেরাও কর্মসূচীর নেতৃত্ব দেন স্থানীয় বিজেপির দায়িত্ব প্রাপ্ত নেতৃত্বরা। দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা নেতৃত্ব দিয়ে থাকেন।
উল্লেখ্য, গত সোমবার রাত্রিতে দক্ষিন দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে। সভাপতির বিরুদ্ধে দলের বুনিয়াদপুরের এক মহিলা কর্মীকে আত্মহত্যা করার প্ররোচনার অভিযোগ ওঠে। মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ শুভেন্দু সরকারকে গ্রেপ্তার করে। পুলিশ গত মঙ্গলবার তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলে তিন দিনের পুলিশি হেপাজতে নেয়। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো এই অভিযোগ তুলে এদিন থানা ঘেরাও ও বিক্ষোভ অবস্থান কর্মসূচী গ্রহন করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।

বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান, জেলা সভাপতি শুভেন্দু সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার সাতটি থানায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা।
