
কলকাতা, ১ জুন : আড়াইশো কেজি গাঁজা, তিনটি মোবাইল সহ বেশকিছু নথিপত্র উদ্ধার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরোর কলকাতা জোনাল ইউনিটের আধিকারিকরা। শুক্রবার বিকেলে ওড়িশার খুরদা এলাকা থেকে এই বিশাল পরিমাণ মাদক বাজেয়াপ্ত হয়।
এই মাদক ছাড়াও একটি জিপ এবং একটি ট্রাক বাজেয়াপ্ত করেছে আধিকারিকরা। উদ্ধার হওয়া মাদকের মূল্য ৪৬ লক্ষ টাকা বলে জানা গেছে।

নারকোটিক কন্ট্রোল ব্যুরো সূত্রের খবর, ওড়িশার মালকানগিরি থেকে এই মাদক বিহারের সিওয়ান জেলার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। সূত্রের খবর পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। জিপ থেকে অর্ধেক মাল পাচার করা হয়েছিল। বাকি মাল তোলা হচ্ছিল সেই সময় হানা দেওয়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে দুষ্কৃতীদের ধরা না পড়লেও আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য নথিপত্র ফেলে যাওয়ায় তাদের চিহ্নিত করা যাবে বলে নারকোটিক কন্ট্রোল দপ্তর সূত্রে জানা গিয়েছে।
