
উত্তর ২৪ পরগনা,১৩ ফেব্রুয়ারি:বাচ্চা চুরি করতে এসে হাতেনাতে ধৃত দুই মহিলা। ধৃত দুজনের বাড়ি উত্তর ২৪ পরগনার হারোয়া এলাকায়।এলাকা বাসির গণধোলাই।দুজনকে আটক করলো নিউটাউন থানার পুলিশ।নিউটাউন থানার পুলিশ ঘটনার তদন্তে।উদ্ধার বস্তা, দড়ি, খাবার।ধৃতদের নাম সাজেদা বিবি, ময়না বিবি।
স্থানীয় সূত্রে খবর আজ সকালে নিউটাউন সরদার পাড়াতে দুই মহিলা কাগজ কুরানীর বেশে ঘুরে বেড়াচ্ছিল।তখন একটি বাচ্চা মেয়ে বাড়ির পাশে মাঠে খেলতে যায়। সেই সময় ওই দুই মহিলা খাবারের লোভ দেখিয়ে বাচ্চাটিকে নিয়ে চম্পট দিতে যায়। কোন ভাবে সে তাদের হাত থেকে ছুটে পালিয়ে যায়। তাকে ওই ভাবে ছুটতে দেখে স্থানীয় দের সন্দেহ হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা জানতে পারে। এর পর এলাকার লোকজন ওই দুই মহিলাকে ধরে গণধোলাই দিতে থাকে। টহলদারী পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে নিয়ে আশা হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।
