
কলকাতা,১১ ফেব্রুয়ারি:বিদায়ের সময়ে শীতের খামখেয়ালি আচরণ চরমে উঠল। চার বছরে শীতলতম ফেব্রুয়ারির দিন পেল কলকাতা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টা আগে পারদ ছিল ১৬.৭। পরিষ্কার আকাশের সৌজন্যে রবিবার সারা দিন ধরে বয়ে চলা প্রবল উত্তুরে বাতাসের ফলেই পারদের এতটা পতন।
গত প্রায় দিন চারেক ধরেই পারদ ক্রমশ বাড়ছিল সমগ্র রাজ্যে। উত্তর ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হানা দেওয়ার ফলেই এমনটা হয়েছিল। গত শুক্রবার রাতে পরিস্থিতি দুঃসহ হয়ে উঠেছিল। বাতাসে আর্দ্রতা থাকার ফলে দর দর করে ঘেমেছেন সাধারণ মানুষ।

কিন্তু শনিবার সন্ধ্যা থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। শহরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হয়। এই বৃষ্টির সুবাদেই পরিষ্কার হয়ে যায় আকাশ। সেই সুযোগে উত্তর ভারত থেকে ধেয়ে আসা প্রবল উত্তুরে হাওয়া ঢুকে পড়ে শহরের বায়ুমণ্ডলে।
